• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

পালিয়ে গিয়ে জাতির উদ্দেশে যে বার্তা দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১৫:৫৮, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৫৮, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পালিয়ে গিয়ে জাতির উদ্দেশে যে বার্তা দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ছবি: মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

টানা কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। অজ্ঞাত স্থান থেকে সামাজিক মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ‘মাদাগাস্কারকে ধ্বংস হতে দেবো না।’ 

সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেওয়ার পর গেলো রবিবার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন। এরপর সোমবার (১৩ অক্টোবর) ফ্রান্সের সম্প্রচারমাধ্যম রেডিও আরএফআই এক প্রতিবেদনে দাবি করে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে এক গোপন চুক্তি করেছেন রাজোয়েলিনা। এরপর একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন তিনি। মাদাগাস্কার পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনাইকো রয়টার্সকে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট দপ্তরের কর্মীদের ফোন করেছিলাম। তারা নিশ্চিত করেছে যে তিনি দেশ ছেড়ে গেছেন।’

সোমবার রাতেই ফেইসবুকে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাজোয়েলিনা জানিয়েছেন, নিজের জীবন রক্ষা করতে তাকে একটি নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। তবে তিনি কোথায় আছেন তা প্রকাশ করেননি। ভাষণে পদত্যাগের বা ক্ষমতা ছাড়ার কোনো কথা বলেননি তিনি। বরং বলেছেন, ‘মাদাগাস্কারকে ধ্বংস হতে দেবেন না তিনি।’

এই ভাষণের পর একটি কূটনৈতিক সূত্রটি রয়টার্সকে জানিয়েছেন, রাজোয়েলিনা পদত্যাগ করতে অস্বীকার করেছেন।

উল্লেখ্য, গেলো মাসের শেষ সপ্তাহ থেকে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভে নামে জেন-জি প্রজন্ম। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে বিরোধীদলেরও ইন্ধন ছিলো।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2