• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি দিয়েও আফগানিস্তান-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা

প্রকাশিত: ১১:৩০, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুদ্ধবিরতি দিয়েও আফগানিস্তান-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা

আবারও ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি দিয়েও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আফগানিস্তান-পাকিস্তান। 

শুক্রবার (১৭ অক্টোবর) প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটারসহ অন্তত ১০ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৩ জন। উরগন ও বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। 

বিনা উসকানিতে আফগানিস্তানের সার্বভৌমত্বে এই ধরনের হামলায় ক্ষোভ জানিয়েছে পাকতিকা কমান্ডিং সেন্টার। তালেবান বাহিনী পাকিস্তানে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। 

এদিকে, চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় আলোচনায় বসছেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা। শুক্রবার পাকিস্তানি প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে। শনিবার আফগান প্রতিনিধিদলের সেখানে পৌঁছার কথা রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2