• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

সাবেক রানীর মৃত্যু, বছরব্যাপী শোক পালন করবে থাইল্যান্ডের রাজপরিবার

প্রকাশিত: ০৯:৫৭, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:৫৮, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সাবেক রানীর মৃত্যু, বছরব্যাপী শোক পালন করবে থাইল্যান্ডের রাজপরিবার

৯৩ বছর বয়সে থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে প্রাণ হারান বলে জানায় থাই রয়্যাল প্যালেস।

প্রতিবেদনসূত্রে জানা যায়, রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। দাম্পত্য জীবনে তারা ৬ দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন।

রাজা মাহা ভাজিরালংকর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত হবে। রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।

শনিবার (২৫ অক্টোবর) থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেন, সিরিকিতের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2