আফগান সীমান্তে সংঘর্ষ: পাকিস্তানি সেনাসহ ৩০ জন নিহত
ছবি: সংগৃহীত
তুরস্কে শান্তি আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৩০জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি সেনা আর ২৫ জন টিটিপি সদস্য। পাক সেনাবাহিনীর দাবি, জঙ্গিদের দুটি বৃহৎ দল আফগানিস্তান থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুটি ভিন্ন স্থান দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। ওই সময় পাক বাহিনীর হামলায় উত্তর ওয়াজিরিস্তানে চার আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৫ জন নিহত হয়।
এছাড়া, কুররাম জেলার ঘাকি এলাকায় আরও ১০ জন অনুপ্রবেশকারী নিহত হয়। নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকার হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি প্রতিবেশী দেশ দুটির মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর স্থায়ী যুদ্ধবিরতির জন্য তুরস্কে দ্বিতীয় দফার আলোচনার আয়োজন করা হয়। এরমধ্যেই আফগানিস্তান থেকে এই অনুপ্রবেশের ঘটনা ঘটলো।
বিভি/এআই




মন্তব্য করুন: