• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আধাঘণ্টার ব্যবধানে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত  

প্রকাশিত: ১২:৩০, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আধাঘণ্টার ব্যবধানে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত  

এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান

মাত্র আধাঘণ্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে পৃথক দুই ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) নিয়মিত মহড়ার সময় এই দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর। উভয় ঘটনায় সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন। 

নৌবাহিনী জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত উড্ডয়ন মহড়ায় অংশ নেওয়ার সময় একটি এমএইচ–৬০আর ‘সি হক’ হেলিকপ্টার সমুদ্রে পড়ে যায়। হেলিকপ্টারটি ছিল মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএসএম)–৭৩–এর অধীনে থাকা ‘ব্যাটল ক্যাটস’ ইউনিটের। দ্রুত অভিযান চালিয়ে তিন ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়।

এর আধঘণ্টা পর, বিকেল ৩টা ১৫ মিনিটে একই রণতরী থেকে উড্ডয়ন করা একটি এফ/এ–১৮এফ ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানও নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণের সময় সমুদ্রে পড়ে যায়। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ)–২২–এর অধীন ‘ফাইটিং রেডককস’ ইউনিটের এ বিমানটির দুই পাইলট সফলভাবে ইজেকশন করে নিরাপদে উদ্ধার হন বলে জানায় মার্কিন নৌবাহিনী।

দুইটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী।

সূত্র: রয়টার্স  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2