এপ্রিলে চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: ডোনাল্ড ট্রাম্প
আগামী বছরের এপ্রিল মাসে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। আল জাজিরার খবর।
দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
তিনি আরও জানিয়েছেন, তার সফরের কিছুদিন পরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফর করবেন।
ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মনে করেন খুব শিগগিরই একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে এবং ‘সামনে বড় কোনো বাধা নেই’।
তিনি আরও বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। প্রতি বছর আমরা নতুন করে সেটি পুনঃআলোচনা করবো।’
এদিকে, চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তিতে পৌঁছেছেন।
তিনি আরও বলেন, চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্কও ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।
বিভি/এআই




মন্তব্য করুন: