এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত
 
								
													ভারী তুষারপাতের মধ্যে নেপালে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নেপাল ও তিব্বতে বন্ধ রয়েছে পর্বতারোহণসহ এভারেস্টকেন্দ্রিক পর্যটন।
বুধবার (২৯ অক্টোবর) এভারেস্ট বেজ ক্যাম্পের কাছে লবুচেতে অবতরণের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুরু তুষারের ওপর অবতরণের সময় পিছলে উল্টে যায় হেলিকপ্টারটি।
পাইলট বেঁচে গেলেও পর্বতারোহীদের উদ্ধার করা গেছে কি না, তা জানা যায়নি। এ অবস্থায় এভারেস্টের নেপালি ও চীনা অংশে সব ধরনের পর্যটন স্থগিত রয়েছে।
বঙ্গোপসাগরের ভারত উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে, সোমবার থেকে চলতি মাসে দ্বিতীয়বার ভারী তুষারপাতের কবলে হিমালয় অঞ্চল। অন্নপূর্ণা, মানাসলু আর ধলগিরিতেও কম উচ্চতায় বৃষ্টি আর অতি উচ্চতায় তুষারপাতে পর্বতারোহণ বন্ধ রয়েছে। আরও দু'দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বিভি/টিটি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: