পাকিস্তানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫
পাকিস্তানে একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলার মালিকপুর এলাকায়। ভয়াবহ এই দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়েছেন।
ডনের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে গ্যাস লিক করছিল ওই আঠা কারখানার। যার জেরে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় কারখানার একটি বয়লার। বিস্ফোরণের মাত্রা এতোই ব্যাপক ছিলো যে, কারখানার একটি বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

ফয়সালাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রথমে কারখানার একটি বিল্ডিংয়ে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল। এরপর সেই আগুন দ্বিতীয় বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর ব্যাপক তৎপরতা দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
পাঞ্জাবের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ উসমান আনোয়ার জানান, সমস্ত জরুরি বিভাগকে সতর্ক করা হয়েছে। উদ্ধারকারী দল, ফায়ারসার্ভিসসহ অন্যান্য এজেন্সিগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল বিরতিহীনভাবে কাজ করছে।
এদিকে, এই দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের উদ্দেশে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। একই সঙ্গে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তারও তদন্ত শুরু শুরু হয়েছে। এজন্য ৫ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: