দুবাই এয়ার শোতে ভারতীয় ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
দুবাই এয়ার শো’তে প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি তেজস যুদ্ধবিমান বিকালে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিহত হয়েছেন বলে ইন্ডিয়ার এয়ার ফোর্স (আইএএফ) নিশ্চিত করেছে।
আইএএফ এক বিবৃতিতে জানায়, দুবাই এয়ার শোর আকাশে প্রদর্শনী চলাকালে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়। পাইলট গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভারতের বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঘটে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত এক আসনের হালকা যুদ্ধবিমানটি হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে পড়তে থাকে। পাইলট ‘নেগেটিভ জি-ফোর্স’ বাঁক থেকে সঠিকভাবে উঠতে ব্যর্থ হন। কয়েক সেকেন্ড পর বিস্ফোরণের মতোভাবে ধোঁয়ার মেঘ উঠতে দেখা যায়।
বিভি/এসজি




মন্তব্য করুন: