• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কম্বোডিয়ায় নদীতে পড়ে গেলো যাত্রীবাহী বাস, নিহত ১৬ 

প্রকাশিত: ১৮:৫৬, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৭, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কম্বোডিয়ায় নদীতে পড়ে গেলো যাত্রীবাহী বাস, নিহত ১৬ 

কম্বোডিয়ায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে গেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কাম্পং থম প্রদেশের মধ্যাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাসটি উত্তরাঞ্চলীয় ওদ্দার মিয়ানচে প্রদেশ থেকে রাজধানী নমপেনের দিকে যাত্রা করেছিলো। এলাকার ডেপুটি পুলিশ প্রধান সিভ সোভান্না নিশ্চিত করেছেন যে বাসটিতে মোট ৪০ জন কম্বোডিয়ান যাত্রী ছিলেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে রাতের বেলায় যাত্রা শুরুর পর চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের মধ্যে চালক আছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহত যাত্রীদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কাজ শুরু করেছে।

 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2