• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ায় ১৬ বছরের কম কিশোর-কিশোরীদের জন্য বন্ধ হচ্ছে সামাজিক মাধ্যম

প্রকাশিত: ২০:২১, ২৪ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২১, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় ১৬ বছরের কম কিশোর-কিশোরীদের জন্য বন্ধ হচ্ছে সামাজিক মাধ্যম

ফাইল ছবি

১৬ বছরের কম বয়সি কিশোর-কিশোরীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। 

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল রবিবার (২৪ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবাহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আমরা আশা করছি, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসবে।

তিনি আরও জানান, সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ এবং শিশুদের প্রতি যৌন নিপীড়নমূলক বিভিন্ন কন্টেন্ট থেকে শিশু-কিশোর-কিশোরীদের মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকার। মন্ত্রী আরও জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকার সেই দেশের ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অস্ট্রেলিয়ার সরকারের দ্বারা অনুপ্রানীত হয়েই মালয়েশিয়ার সরকারও একই পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ার এ সংক্রান্ত আইনটি ইতোমধ্যে মালয়েশিয়ার সরকার যাচাই করেছে বলেও জানিয়েছেন ফাহমি ফাদজিল।

কুয়ালালামপুরের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী ১ জানুয়ারি থেকে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবে না মালয়েশিয়ার অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা।

সূত্র : রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2