• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১০, পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল

প্রকাশিত: ১৪:০২, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১০, পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল

ছবি: আল জাজিরা

আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা ও বোমাবর্ষণে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে আফগানিস্তানের তালেবান সরকার।  

পাকিস্তানে গত তিন দিনে একাধিক আত্মঘাতী হামলার রেশ না কাটতেই আফগানিস্তানে বিমান হামলায় ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ উঠলো। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স হ্যান্ডেলে এই হামলার খবর দিয়ে পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। মুখপাত্র জানান, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা হয়েছে। একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। খোস্ত ছাড়াও উত্তর–পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে বিমান হামলায় বেসমরিক মানুষ আহত হওয়া অভিযোগ তুলেছে আফগানিস্তান। নিহতদের মধ্যে ৯ জনই শিশু। অক্টোবরের শুরুতে পাল্টপাল্টি হামলায় নিহত হয় পাকিস্তানের অন্তত ৫৮ জন সেনা আর দুই শতাধিক তালেবান সদস্য। এর জেরে তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ দুই দফা যুদ্ধবিরতিও পালন করেছে। এরপর গত ৭ নভেম্বর তৃতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায়। পাকিস্তানের ভেতরে একের পর এক জঙ্গি হামলায় আফগানিস্তান ও ভারতের মদদের অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2