• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

৯১ বছর বয়সে না ফেরার দেশে দক্ষিণ কোরিয়ার ‘জাতীয় টিভি বাবা’

প্রকাশিত: ১৯:০৩, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৪, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৯১ বছর বয়সে না ফেরার দেশে দক্ষিণ কোরিয়ার ‘জাতীয় টিভি বাবা’

দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রিয় অভিনেতা লি সুন-জে ৯১ বছর বয়সে মারা গেছেন। তাকে দক্ষিণ কোরিয়ার ‘জাতীয় টিভি বাবা’ বলে অভিহিত করা হতো। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চে ৭০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত ক্যারিয়ারে, একজন জ্ঞানী, বয়স্ক ব্যক্তির ভূমিকার জন্য লি ‘জাতীয় টিভি বাবা’ নামে পরিচিত ছিলেন। এর মধ্যে তার দুটি সর্বাধিক পরিচিত অভিনয় অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালের ‘হোয়াট অন আর্থ ইজ লাভ’ এ কঠোর পিতার ভূমিকায় এবং ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় ‘হাই কিক!’- এ একজন নির্বোধ কিন্তু স্নেহশীল দাদুর ভূমিকায় অভিনয় করেন।

তার মৃত্যুর খবরে কে-পপ গায়কসহ তরুণ সেলিব্রিটিরাও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এছাড়াও, যারা রাষ্ট্রপতি লি জে মিউং লিকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘থিয়েটার থেকে চলচ্চিত্র এবং টেলিভিশনে, তিনি আমাদের হাসি, আবেগ, সান্ত্বনা এবং সাহস এনেছিলেন।’

প্রতিবেদন থেকে জানা যায়, লি গত বছর পর্যন্ত কমেডি সিরিজ ‘ডগ নোজ এভরিথিং"-এ তার প্রধান ভূমিকার অভিনয় করেন। এজন্য তিনি কেবিএস ড্রামা অ্যাওয়ার্ডে গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বয়স্ক অভিনেতা যিনি এই সম্মান অর্জন করেছিলেন।

লি সুন-জে ১৯৩৪ সালে উত্তর কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তবে, মাত্র ৪ বছসে তার পরিবার উত্তর কোরিয়া ছেড়ে দক্ষিণে সিউলে চলে আসে যা বর্তমান দক্ষিণ কোরিয়ার রাজধানী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2