আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তানের
ভারতে ইসলামভীতি ছড়িয়ে নির্যাতন আর মুসলিম স্থাপত্য ধ্বংসের ক্রমবর্ধমান প্রবণতার বিরুদ্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। সেইসাথে, মুসলিম নির্যাতন বন্ধ করে ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসস্তুপের ওপর নির্মিত রাম মন্দিরে ১৯১ ফুট উঁচুতে বিশাল গেরুয়া পতাকা ওড়ানোর দিন এমন বিবৃতি দিলো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবারের আয়োজনে মোদি তার বক্তব্যে রামকে অনুসরণ করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানালেও পাকিস্তানের বিবৃতিতে উঠে এসেছে উল্টো চিত্র। বলা হয়েছে, মোদির নেতৃত্বাধীন বিজেপির আমলে ভারতে মুসলিম জনগোষ্ঠীকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে কোনঠাসা করার প্রবণতা চলছে। বিভিন্ন অজুহাতে মসজিদসহ ঐতিহাসিক মুসলিম স্থাপত্যে হামলা আর ধ্বংস করার মতো নীপিড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়ার পটভূমিও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। রাম মন্দিরে পতাকা উত্তোলনে মোদির অংশগ্রহণের নিন্দায়, ধর্মকে রাজনৈতিক ফায়দার স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতারা। রশিদ আলভি, ইমরান মাসুদ ও অজয় রায় মনে করছেন, নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতি উস্কে দিতেই এমন উদ্যোগ। প্রশ্ন রেখেছেন, ভারতের রাষ্ট্র ধর্ম না থাকায় মসজিদ, গুরুদুয়ারা বা গির্জায়ও কী পতাকা তুলতে যাবেন মোদি?
বিভি/এসজি




মন্তব্য করুন: