• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

আবারও এশিয়ার ২ দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও এশিয়ার ২ দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

একই দিনে ফিলিপাইন ও জাপানে প্রায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে জাপানে দুই দফায় ভূকম্পনের খবর পাওয়া গেছে। যদিও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপাইনে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির দক্ষিণ মিন্দানাও দ্বীপের জলসীমার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস-এর বরাত দিয়ে জানা গেছে, জাপানে একই দিনে দুইবার তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। একই দিন সন্ধ্যা ৬টা ০১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

এই ভূকম্পনটি জাপানের ১০ পয়েন্ট ভূমিকম্পের তীব্রতার স্কেলে চতুর্থ সর্বোচ্চ স্তরের ছিল এবং এটির উৎপত্তি হয়েছিল ৯ কিলোমিটার গভীরে।

জাপানের আবহাওয়া সংস্থা বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে, আগামী সপ্তাহ বা কাছাকাছি সময়ে একই মাত্রার ভূমিকম্পের জন্য যেন সবাই প্রস্তুত থাকে।

সূত্র: আনাদোলু এজেন্সি, জাপান টাইমস

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2