• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মাদুরোকে মুখোমুখি বসার প্রস্তাব ট্রাম্পের 

প্রকাশিত: ১৩:৪৯, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাদুরোকে মুখোমুখি বসার প্রস্তাব ট্রাম্পের 

সেনা অভিযান এড়াতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মুখোমুখি বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে, সেনা প্যারেড থেকে হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্পকে পাগলামি বন্ধের আহ্বান জানিয়েছে কিউবা।

ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতিতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর) উত্তেজনা কিছুটা শান্ত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার সমস্যা অনেক। তার অভিযোগ, ভেনেজুয়েলা থেকে মাদক আর জেল পালানো অপরাধীরা যুক্তরাষ্ট্রে ঢুকছে। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি থেকে যদি ফেরা যায়; অনেক প্রাণ রক্ষা পায়, তাহলে প্রেসিডেন্ট মাদুরোর সাথে মুখোমুখি আলোচনায় ইচ্ছুক তিনি।  

মার্কিন সামরিক আগ্রাসনের হুমকিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক কুচকাওয়াজ করেছে সশস্ত্র বাহিনী। এর নেতৃত্ব দেওয়া মাদুরো হুঁশিয়ার করে বলেছেন, আগ্রাসন প্রতিরোধের প্রশ্নে জনগণ, রাজনীতিবিদ, সেনাবাহিনী, পুলিশসহ কারো অজুহাত মানবেন না। অসীম সাহসের সাথে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।  

এদিকে, এক্স হ্যান্ডেলে ট্রাম্পের হুমকি-ধমকিকে পাগলামির সাথে তুলনা করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। পাগলামি থামাতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর কিউবার বিনিয়োগমন্ত্রীর দাবি, ল্যাটিন আমেরিকায় আগ্রাসনের সুযোগ খুঁজছেন ট্রাম্প।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2