এবার পুয়ের্তো রিকোয় ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের
ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি
ভেনেজুয়েলার সাথে সামরিক উত্তেজনার মধ্যে এবার প্রতিবেশী পুয়ের্তো রিকোয় ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চল সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পাল্টা আঘাতে সর্বোচ্চ প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
ক্রুজ মিসাইল ছুঁড়তে সক্ষম ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলিসহ একাধিক মার্কিন যুদ্ধ জাহাজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পুয়ের্তো রিকোর বন্দরে ভিড়েছে। শুধু যুদ্ধজাহাজ নয়; পুয়ের্তো রিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সেইবায় মার্কিন সামরিক ঘাঁটি-রুজভেল্ট রোডসে মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমানের নয়া বহর। নিয়মিত মহড়া আর টহল দিচ্ছে এফ-থার্টি ফাইভ ফাইটার জেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। থমথমে পরিস্থিতিতে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। একে থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা সফর বলা হলেও ভেনেজুয়েলায় সম্ভাব্য আগ্রাসন নিয়ে সেনা সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি।
মার্কিন বাহিনীর ধারবাহিক হামলা আর হুমকির কারণে নৌ রুটে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ৮৫ শতাংশে নেমেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, শিগগিরই অভিযান হবে স্থল পথে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। বিমান বাহিনীর ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় ছাড় দেবে না ভেনেজুয়েলা।
বিভি/এসজি




মন্তব্য করুন: