• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নেপালের নতুন ১০০ রুপির নোটে ভারতের দাবিকৃত ৩ অঞ্চল

প্রকাশিত: ১৬:২৮, ২৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেপালের নতুন ১০০ রুপির নোটে ভারতের দাবিকৃত ৩ অঞ্চল

নেপালের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে সংশোধিত মানচিত্র দেখা যাচ্ছে, যাতে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তিনটি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে।

নেপালে জেন জি-র উত্তাল আন্দোলনে ওলি সরকারের পতনের পর থেকে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার।

সরকারের প্রধান হিসেবে রয়েছেন সুশীলা কার্কি। এই সরকারের আমলেই নেপাল নতুন ১০০ রুপির নোট প্রকাশ করেছে। গতকাল নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি) সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বাজারে ছাড়া হয়। নোটটি ইস্যুর তারিখ ২০৮১ নেপালি বর্ষ, যা ২০২৪ সালকে নির্দেশ করে।

২০২০ সালের মে মাসে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। পরে এটি সংসদে অনুমোদিত হয়। ভারত সেই সময়ে নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সংশোধিত মানচিত্রকে ‘একতরফা কাজ’ বলে অভিহিত করে। তখন তারা কাঠমান্ডুকে সতর্ক করে জানায়, আঞ্চলিক দাবির এই ‘কৃত্রিম সম্প্রসারণ’ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

ভারত দাবি করে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদের। মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে বৃহস্পতিবার একজন নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি)-এর মুখপাত্র বলেছেন, মানচিত্রটি ইতিমধ্যেই পুরাতন ১০০ টাকার নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন, বিভিন্ন মূল্যমানের নোটের মধ্যে যেমন ১০, ৫০, ৫০০ ও ১,০০০ রুপি, শুধু ১০০ রুপি নোটেই নেপালের মানচিত্র দেখা যাচ্ছে

নেপালের নতুন ১০০ টাকার নোটের বাম দিকে মাউন্ট এভারেস্টের ছবি রয়েছে। যেখানে ডানদিকে নেপালের জাতীয় ফুল, রডোডেনড্রনের জলছাপ রয়েছে। নোটের কেন্দ্রে নেপালের ফিকে সবুজ রঙের মানচিত্র রয়েছে।

মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে। যেখানে লেখা আছে, ‘লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান।’
নোটের পেছনের দিকে একটি শিংযুক্ত গন্ডারের ছবি রয়েছে। নোটে একটি সুরক্ষা থ্রেড এবং একটি কালো বিন্দুও আছে। পাঁচটি ভারতীয় রাজ্যের সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে নেপাল ১৮৫০ কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে নিয়েছে।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন: