শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে মৃত ৫৬, রেড অ্যালার্ট জারি
শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ২০ জনের বেশি। ভূমিধসের আশঙ্কায় একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। সেইসাথে, চলমান বার্ষিক পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করেছে সরকার।
গত সপ্তাহ থেকে তীব্র বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করা শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ঘর-বাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। খাল-বিল, পুকুর ও নদীর পানি উপচে পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাজধানী কলম্বোসহ দেশের বেশ কিছু অংশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচলও। মূলত ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে মৌসুমী বৃষ্টির তীব্রতা ধারণার থেকেও বাজে দিকে মোড় নেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলেই বেশি প্রাণহানি হয়েছে। সবচেয়ে বাজে অবস্থা পাহাড়ি জেলা বাদুল্লায়। এ পর্যন্ত চার শতাধিক বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। মাত্র দুই দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি জেলার ৪৩ হাজারের বেশি মানুষ। ১ হাজারের বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। আটটি পাহাড়ি জেলায় রেড অ্যালার্ট দিয়ে ভূমিধসের সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকার খাঁড়া ঢাল, পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: