ভেনেজুয়েলার জাহাজ দখল করলো মার্কিন বাহিনী, জলদস্যুতা বলল কারাকাস
সম্ভাব্য পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যেই এবার ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের দখল নিয়েছে মার্কিন বাহিনী। একে আন্তর্জাতিক জলদস্যুতা বলেছে কারাকাস। এদিকে, ভেনেজুয়েলার আকাশসীমার ভেতরে দীর্ঘ সময় টহল দিয়েছে মার্কিন যুদ্ধবিমানের বহর।
ভেনেজুয়েলার সাথে পাল্টাপাল্টি হুমকিতে থমথমে উত্তেজনার মধ্যে বুধবার (১০ ডিসেম্বর) তেলবাহী জাহাজটিতে হানা দেয় মার্কিন বাহিনী। অপরিশোধিত তেল ছিলো ওই জাহাজে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সহায়তায় কোস্ট গার্ড, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি এই অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, রাশিয়া ও ইরানের মধ্যে তেল পরিবহনের অভিযোগে জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার জাহাজটি আয়তনের দিক থেকে অনেক বড়। জাহাজের থাকা তেল যুক্তরাষ্ট্রে রেখে দেবে বলেও জানিয়েছেন তিনি। একে আন্তর্জাতিক জলদস্যুতা বলে তীব্র নিন্দা জানিয়েছে করাকাস। ভেনেজুয়েলায় মার্কিন উপনিবেশ স্থাপন করে তেলের ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী পুয়ের্তো রিকো আর আর্জেন্টিনার প্রেসিডেন্টকে।
এদিকে, ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান টহল দেওয়ার অভিযোগ স্বীকার করেছে হোয়াইট হাউজ। জানানো হয়েছে, দু'টি এফ-১৮ বিমান অন্তত ৪০ মিনিট ভেনেজুয়েলার আকাশসীমার ভেতরে ছিলো।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: