• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

কড়াকড়ি হচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণ, চাওয়া হতে পারে সোশ্যাল মিডিয়ার ফিরিস্তি

প্রকাশিত: ১২:০১, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:০২, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কড়াকড়ি হচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণ, চাওয়া হতে পারে সোশ্যাল মিডিয়ার ফিরিস্তি

আরও কড়াকড়ি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ। অন্তত ৪২টি দেশের নাগরিকদের কাছে চাওয়া হতে পরে তাদের বিগত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ডের ফিরিস্তি। 

নতুন নিয়মে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্যের লম্বা তালিকা চাওয়া হতে পারে। যেখানে সামাজিক মাধ্যমের ইতিহাস ছাড়াও থাকবে ৫ থেকে ১০ বছর ব্যবহার করা ই–মেইলের ঠিকানা, ফোন নম্বর, বাবা-মা, স্বামী-স্ত্রী, ভাইবোন ও সন্তানের নাম, জন্মতারিখ, বাসস্থান ও জন্মস্থানের তথ্য। 

বিশ্লেষকদের ধারণা, ডিজিটাল গোপনীয়তায় হস্তক্ষেপের কারণে ক্ষুণ্ণ হতে পারে ব্যক্তিগত অধিকার। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ও ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক টুর্নামেন্টের আগে এমন কড়াকড়ি আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন-সিবিপি এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট-ডিএইচএস উত্থাপিত প্রস্তাবটি পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভিসামুক্ত ভ্রমণকারীরাও এর আওতায় পড়বেন। এটি কার্যকর হলে, ইএসটিএর মাধ্যমে ভিসা ছাড়া ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাওয়া পর্যটকদেরও বিগত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া কার্যক্রম তুলে ধরতে হবে। বর্তমানে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাওয়া দেশের আবেদনকারীদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন-ইএসটিএ কর্মসূচিতে ৪০ ডলারের সাথে অল্প কিছু তথ্য দিতে হয়। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2