মিয়ানমারের রাখাইনে এক হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩১
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬৮ জন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্তঘেঁষা রাখাইন রাজ্যের ম্রাউক–ইউ জেনারেল হাসপাতালটি বোমা হামলার শিকার হয়।
ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন আউং জানান, সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান হাসপাতালে বোমাবর্ষণ করে। তিনি বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি এবং মনে হচ্ছে আরও বাড়বে। আহতের সংখ্যা ৬৮।’
এদিকে হাসপাতালে হামলার বিষয়ে কিছু জানায়নি মিয়ানমার সামরিক বাহিনী। জান্তার কোনো মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা। ভোটই লড়াইয়ের অবসানের পথ বলে দাবি করছে তারা। কিন্তু বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় এই নির্বাচন হতে দেবে না। এসব এলাকা পুনর্দখলে বর্তমানে লড়াই চালাচ্ছে সামরিক সরকার। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে জান্তা।
রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই রাজ্যটিতে সক্রিয় ছিল এই গোষ্ঠীটি।
সূত্র: এএফপি
বিভি/এসজি




মন্তব্য করুন: