মাদুরোকে প্রতিরোধে পিছু হটার সুযোগ নেই: যুক্তরাষ্ট্র
ছবি: ট্রাম্প-মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রতিরোধে পিছু হটার সুযোগ নেই বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর তীব্র আপত্তি জানিয়েছে অপর দুই পরাশক্তি রাশিয়া ও চীন। এদিকে, মার্কিন আগ্রাসনের সমর্থকদের সাজা দিতে নতুন আইন পাস করেছে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি আর সামরিক পদক্ষেপের কারণে সৃষ্ট টালমাটাল পরিস্থিতির জেরে মঙ্গলবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিতর্কিত পদক্ষেপের পক্ষে সাফাই দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালজ বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কাবু করতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে। এতে আপত্তি জানিয়ে বক্তব্য দিয়েছেন চীনের সহকারি প্রতিনিধি সুন লেই।
রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডে ভেনেজুয়েলা এখন ভুক্তভোগী হলেও সামনে ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলো ভুগবে। ভেনিজুয়েলার তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হানা আর জব্দের ঘটনা নিয়েও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
গত শনিবার ধাওয়া দিয়ে ধরতে না পারা তেলবাহী জাহাজ-বেলা ওয়ান জব্দ করতে আরও জনবল তলব করেছে যুক্তরাষ্ট্রের কোষ্ট গার্ড। ধরতে পারলে এটি হবে মার্কিন বাহিনীর অভিযানে জব্দ করা ভেনিজুয়েলার তেলবাহী তৃতীয় জাহাজ।
এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধে সমর্থনকারীদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে কারাকাস। প্রেসিডেন্ট মাদুরোর দাবি করেছেন, ভেনেজুয়েলাকে স্বতস্ফূর্ত সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সূত্র: বিবিসি, রয়টার্স
বিভি/এমআর




মন্তব্য করুন: