• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

প্রকাশিত: ০৯:৪৫, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ছবি: মারিয়া কোরিনা মাচাদো ও ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন তিনি। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর।

এটি ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ ছিলো। সাক্ষাতের পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।

মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছেন।

এদিকে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না– অর্থাৎ সম্মানটি মাচাদোরই থাকবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির বিরোধী দলের নেতা হিসেবে মাচাদো মার্কিন সমর্থন পাবে বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ডোনাল্ড ট্রাম্প।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত