• NEWS PORTAL

  • শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় বিরোধিতা করলেই শুল্কের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ০৯:১০, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:১০, ১৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় বিরোধিতা করলেই শুল্কের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সমর্থন না দেওয়া দেশগুলোকে নতুন করে বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজের এক বৈঠকে এই হুমকি দেন তিনি। 

আলোচনায় ট্রাম্প বলেন, দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড প্রয়োজন বলে জোর দেন ট্রাম্প। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডসহ ইউরোপের বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করে আসছে। গ্রিনল্যান্ডের প্রায় ৫৭ হাজার বাসিন্দার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়ার বিরোধী। 

গেল বছর ডেনমার্কের পত্রিকা বার্লিংস্কের এক জরিপে দেখা যায়, অঞ্চলটির ৮৫ শতাংশ বাসিন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান না। মাত্র ৬ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। এছাড়া, গ্রিনল্যান্ড দখলের হুমকি ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি করেছে। তবে কোন গ্রিনল্যান্ড দখলে সমর্থন না পেলে ঠিক কোন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানি ট্রাম্প। 

সূত্র: বিবিসি  

বিভি/এসজি

মন্তব্য করুন: