গাজার শান্তি পরিষদের সদস্যদের নাম ঘোষণা, চেয়ারম্যান ট্রাম্প
ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের পরিকল্পিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন।
শান্তি পরিষদ সদস্যদের মধ্যে আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ গাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। গেল বছরের শেষ দিকে গাজা পিস অফ বোর্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ করা হয়। অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই পরিকল্পনায় সই করে। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থা গাজা পরিচালনা করবে যার তদারকির দায়িত্ব পালন করবে এই বোর্ড অব পিস। তবে শান্তি পরিষদ ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিভি/এসজি



মন্তব্য করুন: