• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ২০:৩৪, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৬, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে। দেশটির গণমাধ্যম ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ প্রচার করেছে। টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

তবে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১:২১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরে।

পিএমডি আরও জানিয়েছে, এই ভূামকম্পের ফলে গিলগিট-বালতিস্তান, পেশোয়ার এবং খাইবার-পাখতুনখোয়ার সংলগ্ন অঞ্চলসহ দেশটির বেশ কিছু এলাকা কেঁপে ওঠে।

এদিকে গিলগিট-বালতিস্তানের তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানিয়েছেন, বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কগুলো পরিষ্কার করতে ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে সরকার। তিনি আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত