• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, চালক নিহত 

প্রকাশিত: ১১:১৮, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, চালক নিহত 

দুই দিনের মাথায় স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রেনের চালক। আহত ৩৭ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।  

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) বার্সেলোনার ৩৫ কিলোমিটার পশ্চিমে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের এই ঘটনা হয়। উদ্ধার তৎপরতায় অন্তত ৩৫ জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও বাকিরা ক্ষতিগ্রস্ত বগিতে আটকে পড়ে। সবাইকে উদ্ধার করে কাছাকাছি তিনটি হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে ২৬ জনের অবস্থা খুব একটা গুরুতর নয়। প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনার জন্য ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডবকে দায়ী করেছে ফায়ার সার্ভিস। ঝড়ের কারণে রেল লাইনের ওপর পড়ে থাকা একটি দেয়ালের ভাঙা অংশের সাথে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) আরেকটি কমিউটার ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত