• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

গাজা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু

প্রকাশিত: ১৭:২৫, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গাজা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা গাজা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর। 

এই বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যেসব দেশ ১ বিলিয়ন ডলার করে দেবে তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হতে পারবেন।

এদিকে কূটনীতিকরা সতর্কতা দিয়েছেন ট্রাম্পের এই সংগঠন জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও জানিয়েছেন হয়ত জাতিসংঘের স্থলাভিষিক্তে হবে বোর্ড অব পিস।

এখন পর্যন্ত এতে যোগ দিয়েছে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। সর্বশেষ ইসরায়েল এতে যোগ দিচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত