জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় নজরদারি অব্যাহত রেখেছে। বিশেষ করে শান্তিপূর্ণ, নিরাপদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘ গুরুত্ব আরোপ করেছে।
জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। এক সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জাতিসংঘ চাইছে, দেশটিতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাক।
ফারহান হক বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আমরা সব সময়ই স্পষ্টভাবে বলেছি, নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবেন।
তিনি আরও যোগ করেন, নির্বাচনের সময় এবং পরে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক। জাতিসংঘের এই মনোযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠানো একটি সংকেত, যাতে নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছতা বজায় থাকে।
এই মন্তব্য আসছে এমন সময় যখন দেশে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে, এবং নির্বাচন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।
বিভি/এআই



মন্তব্য করুন: