• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

মোমো কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ২০

প্রকাশিত: ১২:১৩, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মোমো কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ২০

ভারতের পূর্ব কলকাতার আনন্দপুরে দুইটি গুদামে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে।  সোমবার রাতে সাতজনের দেহাংশ উদ্ধার হয়েছে। ২০ জন নিখোঁজ বলে পরিবারের তরফ থেকে থানায় ডায়েরি করা হয়েছে। 

আনন্দপুরে নাজিরাবাদে আগুন লাগা গুদামের মালিক হলো একটি মোমো কোম্পানি। সেখানে সফট ড্রিংকস ও শুকনো খাবারের প্যাকেট ভর্তি ছিল। রবিবার রাত তিনটের সময় আগুন লাগে। সোমবার রাতেও আগুন পুরোপুরি নেভেনি। মঙ্গলবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে টিভি৯ জানাচ্ছে।

স্থানীয় মানুষের দাবি, আগুন যখন লাগে, তখন গুদামে ৩০ জন কর্মী ছিলেন। নিখোঁজ মানুষদের কোনো খোঁজ মেলেনি। পুলিশও কোনো আশার কথা শোনাতে পারেনি। 

উদ্ধার করা দেহাংশও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফলে সেগুলি কাদের তা বোঝা যাচ্ছে না। ভিসেরা বা ফরেনসিক পরীক্ষার পর বোঝা যেতে পারে প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন। 

দেশটির ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসু বলেছেন, ''কী ভাবে আগুন লাগলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। অনেক বড় জায়গা জুড়ে দুইখানা গোডাউন ছিল। এতবড় শহরের মধ্যে অনেকে অনেক কিছু ঘটনা ঘটায়। ওখানে রাতে এত লোক থাকবে কেন? তদন্ত করে দেখা হচ্ছে।’' 

বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘আমি তো প্রত্যেক মাসেই বলি, দুই মাস অপেক্ষা করুন। হয় কোথাও বোমা ফাটবে, নয় কোথাও অবৈধ বাজি কারখানায় আগুন লাগবে, নইলে কোথাও কোনও বাজারে আগুন লেগে যাবে। পশ্চিমবঙ্গকে জতুগৃহ করে রাখা হয়েছে। পশ্চিমঙ্গে তো মাঝেমাঝেই এই ঘটনা ঘটছে।” 

সূত্র : ডয়চে ভেলে বাংলা।

বিভি/এজেড

মন্তব্য করুন: