• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

‘প্রস্তুত ইরানের নিরাপত্তা বাহিনী, ধারণা রাখে না যুক্তরাষ্ট্র’

প্রকাশিত: ১২:৪৮, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘প্রস্তুত ইরানের নিরাপত্তা বাহিনী, ধারণা রাখে না যুক্তরাষ্ট্র’

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পৌঁছালেও খুব সহজে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র। সোমবার (২৬ জানুয়ারি) ইরানের একজন সেনা কর্মকর্তা এই দাবি তুলে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী সীমান্ত অঞ্চলে যেভাবে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র সেই ধারণা রাখে না। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পারস্য ও ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। ওই সেনা কর্মকর্তা বলছেন, এই অঞ্চলে রণতরী, ভারী সরঞ্জামসহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। বর্তমানে মধ্যপ্রাচ্য হয়ে পারস্য উপসাগরে আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’। 

ইরানের দাবি, তাদের নিরাপত্তা বাহিনী এসব অঞ্চলে ট্র্যাক করার সক্ষমতা রাখে। যে কারণে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালাতে গেলে, পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকি পর্যবেক্ষণ করছে তেহরান এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইরান নমনীয় হয়ে একটি চুক্তিতে যাবে বলে আশা প্রেসিডেন্ট ট্রাম্পের।

এদিকে, ইরানের বিরুদ্ধে ইসরাইল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে, গোটা অঞ্চল জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: