কিশোরীর সুইসাইড নোটঃ ‘আত্মীয়, শিক্ষক, সবাই’

প্রতীকী ছবি
এনডিটিভি’র খবরে জানা যায়, ১৮ ডিসেম্বর চেন্নাইয়ের উপকণ্ঠে বাড়ির একটি কক্ষ থেকে একাদশ শ্রেণীর ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ২১ বছর বয়সী এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
‘আত্মহত্যা’ করার আগে সুইসাইড নোটে লিখে গেছে, মেয়েরা শুধু মাতৃগর্ভে ও কবরে নিরাপদ।
ভারতের চেন্নাইয়ের ঐ কিশোরীর কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে সে লিখেছে, তার স্কুলও নিরাপদ নয়। শিক্ষকদের বিশ্বাস করা যায় না। সে স্বপ্নেও মানসিক নির্যাতন দেখতে পেতো। এজন্য সে পড়াশোনা বা ঘুমাতে পর্যন্ত পারতো না।
আরও পড়ুন:
লেখক অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত হয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
এসএসসি পাসে মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরির সুযোগ, পদের সংখ্যা ৫০৪টি
শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ
ইউটিউব দেখে কমলা চাষ করে স্বপ্ন ভেঙেছে চাষির
মেয়েটি লিখেছে, মেয়েদের সংগে সম্মানজনক আচরণ করার বিষয়টি প্রত্যেক মা-বাবার উচিত তাদের সন্তানদের, বিশেষ করে ছেলেদের শেখানো উচিত।
সুইসাইড নোটে তিনটি সম্ভাব্য হয়রানির কথা লিখেছে আত্মহননকারী ছাত্রীটি। সে লিখেছে, ‘আত্মীয়, শিক্ষক, সবাই’ এবং ‘যৌন হয়রানি বন্ধ করুন।’ ‘আমার জন্য ন্যায়বিচার’ লিখে সুইসাইট নোটটি শেষ করেছে সে।
পুলিশ জানায়, গ্রেফতার তরুণ স্বীকার করেছে, মেয়েটির সংগে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো এবং সে মেয়েটিকে হয়রানি করেছিলো। মেয়েটির আত্মহত্যার ঘটনার বিশদ তদন্ত করছে পুলিশ।
বিভি/এএন
মন্তব্য করুন: