• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চোরদের চাপে আমি কেন পদত্যাগ করবঃ ইমরান খান

প্রকাশিত: ০০:৪০, ২৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চোরদের চাপে আমি কেন পদত্যাগ করবঃ ইমরান খান

পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাব তোলা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। আগামী শুক্রবার (২৫ মার্চ) দেশটির পার্লামেন্টে তোলা হবে এই অনাস্থা প্রস্তাব। ফলে তার ক্ষমতায় বসা নিয়ে সংকট দেখা দিয়েছে। কিন্তু তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন পদত্যাগ তিনি করবেন। চোরদের চাপের কারণে পদত্যাগ তিনি করবেন না।

বুধবার পদত্যাগ নিয়ে মুখ খুলে ইমরান জানিয়েছেন, যাই ঘটুক না কেন আমি পদত্যাগ করছি না। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছেন। 

সাংবাদিকদের তিনি বলেন, যাই ঘটুক আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাব। এবং আমি তাদের একদিন আগে অবাক করে দেব কারণ তারা এখনও চাপের মধ্যে রয়েছে। আমার তুরুপের তাস হলো আমি এখনও আমার কোনো তাস হাতে রাখিনি। 

তিনি জোর দিয়ে বলেন, আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণার মধ্যে কারও থাকা উচিত নয়। আমি পদত্যাগ করব না। আমি কেন পদত্যাগ করব? চোরদের চাপের কারণে আমি কি পদত্যাগ করব?

তার দল তেহরিক-ই-ইনসাফের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন ইমরান খান। তবে নিজের কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। 

বিভি/এজেড

মন্তব্য করুন: