পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানে ইমরানের পছন্দ গুলজার
								ইমরান খান ও গুলজার আহমেদ।
পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (৪ এপ্রিল) পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী এই তথ্য জানান। 
 
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনে প্রকাশিত ওই প্রতিবেদনে ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে গুলজার আহমেদকে মনোনীত করার আগে পিটিআইয়ের মূল কমিটির অনুমোদন নিয়েছেন।
এর আগে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সংবিধানের ২২৪ অনুচ্ছেদের এ(১) ধারার আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নাম দিতে ভেঙে দেওয়া সংসদের নেতা ইমরান এবং বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের কাছে চিঠি লেখেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গুলজারকে মনোনীত করে ইমরান খানের দল।
এর আগে রবিবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেন।
উল্লেখ্য যে, গুলজার আহমেদ পাকিস্তানের ২৭তম প্রধান বিচারপতি ছিলেন।
বিভি/এজেড
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: