• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৫:৫৩, ৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:৫৫, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। জোট সরকারের মাত্র একজন আইনপ্রণেতার পদত্যাগের ঘোষণায় সংখ্যাগরিষ্ঠতা হারায় তার জোট। এর ফলে বর্তমান সরকারের পতনের পাশাপাশি আবারও ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি হতে পারে সাবেক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর।

ধর্মীয় ইস্যু নিয়ে মতবিরোধের জেরে বুধবার পদত্যাগের ঘোষণা দেন জোটের চেয়ারপার্সনের দায়িত্বে থাকা ইদিত সিলমান। ফলে একশো ২০ সদস্যের পার্লামেন্টে জোটের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০ জনে। এরমধ্যে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ইয়ামিনার সদস্য মাত্র পাঁচজন। সিলমানের পদত্যাগের ফলে জোট না ভাঙলেও যে কোনো আইন প্রণয়নে বাধার মুখে পড়বে বেনেট সরকার। পদত্যাগের পর নতুন ডানপন্থী জোট গঠনের ইঙ্গিত দেন ইদিত সিলমান। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দু' দফায় ১৫ বছর ইসরাইলের ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী বেনিয়াইমিন নেতানিয়াহু। অন্য আইনপ্রণেতাদেরও পদত্যাগের আহ্বান জানান তিনি। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ডানপন্থী সরকারের বিরুদ্ধে জেরুজালেমের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার ইসরাইলি।

সূত্র : ডয়চে ভেলে।

বিভি/এএন

মন্তব্য করুন: