• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত, ইসরায়েল ও আমিরাতকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন জোট 

প্রকাশিত: ১৮:৩৩, ১৫ জুন ২০২২

আপডেট: ১৯:১৪, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
ভারত, ইসরায়েল ও আমিরাতকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন জোট 

ছবি: সংগৃহিত

জোটটির নাম দেওয়া হয়েছে ‘আই২ইউ২’। জুলাইয়ে ভার্চুয়াল মাধ্যমে জোটের প্রথম বৈঠকে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিগুলোকে আবার কার্যকর করার উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। 

আগামী মাসের ভার্চুয়াল বৈঠকে খাদ্য সুরক্ষা সংকট-সহ পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার (১৪ জুন) প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ‘১৩ থেকে ১৬ জুলাই প্রেসিডেন্ট বাইডেনের পশ্চিম এশিয়ার সফর চলাকালীনই প্রথম বার ‘আই২ইউ২’-র বৈঠকে মুখোমুখি হবেন চার রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট বাইডেন এই বৈঠকে অন্য তিন নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে উৎসুক।’
প্রাইস বলেন, ‘ভারতে  ভোক্তা পর্যায়ে বিশাল বাজার রয়েছে। পাশাপাশি দেশটি উচ্চপ্রযুক্তি ও অত্যধিক চাহিদাসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ স্থানে। তাই এই ক্ষেত্রগুলোতে দেশগুলি এক সঙ্গে কাজ করতে পারে। প্রয়োজন অনুযায়ী, প্রযুক্তি, বাণিজ্য, জলবায়ু অথবা কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই নিয়েও পারস্পরিক মত বিনিময় হতে পারে। এমনকি, প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও আলোচনা সম্ভব।’
প্রসঙ্গত, ১৩ জুলাই থেকে তিন দিনের পশ্চিম এশিয়া সফর শুরু করছেন বাইডেন। এ সময় তিনি ইসরায়েল, পশ্চিম তীর ও সৌদি আরব সফর করবেন। সফর চলাকালীনই ‘আই২ইউ২’ শীর্ষ সম্মেলনে অন্য তিন দেশের প্রধানের সঙ্গে মিলিত হবেন তিনি। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2