• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৫ জুনের মধ্যে নূপুর শর্মাকে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ

প্রকাশিত: ২১:৫৯, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
২৫ জুনের মধ্যে নূপুর শর্মাকে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ

মহানবী (সা.)কে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্য করা ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই বিতর্ক ঠাঁই করে নিয়েছে বিশ্বেও। মামলা হয়েছে ভারতের বেশকিছু রাজ্যে। পশ্চিমবঙ্গের কলকাতার নারকেলডাঙা থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে নূপুর শর্মাকে তলব করেছিল কলকাতা পুলিশ। দ্বিতীয় দফায় আবারও তাকে তলব করেছে। খবর: হিন্দুস্তান টাইমস।

রাসুল (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দায়ের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির বহিষ্কৃত নেত্রীকে তলব করল কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা। তাঁর বিরুদ্ধে কলকাতা শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ওই মন্তব্যের জন্য এখনো পর্যন্ত কলকাতার ১০টি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

এর আগে নারকেলডাঙা থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে নূপুর শর্মাকে তলব করেছিল কলকাতা পুলিশ। গত ২০ জুনের মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল তার। কিন্তু চিঠি দিয়ে নূপুর জানান, তার প্রাণের ঝুঁকি রয়েছে কলকাতায়। তাই হাজিরার জন্য ৪ সপ্তাহ সময় চান তিনি। তারপর সপ্তাহ গড়াতে গড়াতে ফের নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের। ২৫ জুনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ তাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2