• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ দিকে মোড় নিয়েছে

প্রকাশিত: ১২:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ দিকে মোড় নিয়েছে

সামরিক জান্তা সরকারের শাসনামলে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ধাপে ধাপে ভয়ঙ্কর খারাপ দিকে মোড় নিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের দেয়া বক্তব্যে টম বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়নি আন্তর্জাতিক মহল। এই দীর্ঘ সময়ে দেশটির ৫ কোটি ৪০ লাখ মানুষের মানবাধিকার পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে খুন, ধর্ষণ, নির্যাতনসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করছে দেশটির সেনা সদস্যরা।

তিনি এই  ব্যর্থতার দায় চাপান আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর। জাতিসংঘের তথ্য-উপাত্তে জান্তা সরকার গত দেড় বছরে দুই হাজার তিনশ'র বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। আটক করা হয় প্রায় তিনশ' শিশুকে।

বিভি/এজেড

মন্তব্য করুন: