• NEWS PORTAL

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আফগানিস্তানে হাজারো মানুষের উপস্থিতিতে ৯ নারীসহ ১৯ জনকে বেত্রাঘাত

প্রকাশিত: ১৫:০৩, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আফগানিস্তানে হাজারো মানুষের উপস্থিতিতে ৯ নারীসহ ১৯ জনকে বেত্রাঘাত

আফগানিস্তানে এবার হাজারো মানুষের উপস্থিতিতে ৯ নারীসহ ১৪ জনকে বেত্রাঘাত করা হয়েছে। চলতি মাস প্রকাশ্যে বেত্রাঘাতের দ্বিতীয় ঘটনা এটি। 

তালেবান সরকারের মুখপাত্র ওমর মুজাহিদ জানান, পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে একটি ফুটবল স্টেডিয়ামে অন্তত পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে এই শাস্তি দেয়া হয়।

প্রত্যেককে সর্বনিম্ন ২১টি থেকে ৩৯টি বেত্রাঘাত করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পর্ক, চুরি, ডাকাতি ও সমকামিতার অভিযোগ আনা হয়েছে।

বেত্রাঘাতের পর তিন নারীসহ বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়। বাকিদের পাঠানো হয় কারাগারে। গত শনিবার উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ৯ নারীসহ ১৯ জনকে প্রকাশ্যে ৩৯টি করে বেত্রাঘাতের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

বিভি/রিসি

মন্তব্য করুন: