• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে ইউক্রেনকে লেপার্ড-টু ট্যাঙ্ক দিতে সম্মত জার্মানি

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ০৮:৩৪, ২৫ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
অবশেষে ইউক্রেনকে লেপার্ড-টু ট্যাঙ্ক দিতে সম্মত জার্মানি

ছবি: জার্মানি নির্মিত লেপার্ড-টু ট্যাঙ্ক

চাপের মুখে অবশেষে ইউক্রেনকে লেপার্ড-টু ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে জার্মানি। পাশপাশি অন্য দেশগুলো কিয়েভকে জার্মান ট্যাঙ্ক দিতে চাইলে বাধা দেবে না বার্লিন। মঙ্গলবার (২৪ জানুয়ারি)) ইউক্রেনকে লেপার্ড-টু দেয়ার বিষয়ে একমত হন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।

দেশটির স্পিগেল মিডিয়া আউটলেট জানায়, প্রথম দফায় অন্তত এক কোম্পানি বা ১৪টি লেপার্ড ট্যাঙ্ক দেবে বার্লিন। একই সংখ্যক ট্যাঙ্ক সরবরাহে এর আগে সম্মত হয়েছিলো পোল্যান্ড। সংবাদমাধ্যমগুলো আরও জানায়, জার্মানিতে তৈরি যুদ্ধ সরঞ্জাম সরবরাহে বার্লিনের অনুমতি লাগবে না। বর্তমানে ইইউভুক্ত অন্তত ১৬ দেশের কাছে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির এই লেপার্ড ট্যাঙ্ক।

রুশ আগ্রাসন মোকাবেলায় পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে গেলো কয়েক সপ্তাহ যাবত অন্তত তিনশ' ট্যাঙ্ক দাবি করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, পদত্যাগ করেছেন ইউক্রেনের চার উপমন্ত্রী, পাঁচ আঞ্চলিক গভর্নরসহ জেলেনস্কি সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য কেনা, বিলাসী জীবন-যাপনসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে এসব কর্মকর্তার বিরুদ্ধে। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত