• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স

প্রকাশিত: ০৯:১৭, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ০৯:১৯, ২৫ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স

ছবি: বা থেকে উপ-প্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি, গভর্নর জেনারেল কিন্ডি কিরো ও প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স।জ্যাসিন্ডা আরডার্নের অপ্রত্যাশিত পদত্যাগের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা হিপকিন্স। রাজধানী ওয়েলিংটনে দেশটির গভর্নর জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। রাষ্ট্রপ্রধান ও যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসেবে তাকে শপথ পাঠ করান গভর্নর জেনারেল কিন্ডি কিরো।

এছাড়া প্রথম আদিবাসী হিসেবে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কারমেল সেপুলোনি। শপথ নেওয়ার পর নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় তৎপর ভূমিকার অঙ্গীকার করেন হিপকিন্স। এর আগে, কোভিড মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে মহামারি পরিস্থিতি মোকাবেলা করেন ৪৪ বছর বয়সী এই রাজনীতিবিদ।

এদিন, শেষবারের মতো অফিস ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন। তাকে করতালির মাধ্যমে বিদায় জানান শত শত সহকর্মী। সূত্র : আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: