• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখা নিয়ে নয়াদিল্লীর শিক্ষাঙ্গন উত্তপ্ত

প্রকাশিত: ২১:২০, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ২১:২৩, ২৫ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখা নিয়ে নয়াদিল্লীর শিক্ষাঙ্গন উত্তপ্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখা নিয়ে উত্তপ্ত রাজধানী নয়া দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।

'দ্য মোদী কোয়েশ্চেন'- এর প্রচার বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিলেও বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি দেখানোর ঘোষণা দেয় স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া ও ভারতের কমিউনিস্ট পার্টি।

এতে বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান নেয় দাঙ্গা পুলিশ। বাতিল হয় ক্লাস। তর্কাতর্কি ও হাতাহাতির জেরে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আগের রাতে একই কারণে উত্তেজনা ছড়ায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। 

পুলিশ ও সরকার সমর্থকদের বাধায় ঢিল ছোঁড়াছুড়িতে সেখানেও কয়েকজন আহত হন। ২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর বিতর্কিত ভূমিকা ওই তথ্যচিত্রে উঠে এসেছে। সেই দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়, যার বেশিরভাগই মুসলিম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2