• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আদানির সাথে করা বাংলাদেশের একাধিক প্রকল্প অনিশ্চয়তার মুখে

প্রকাশিত: ২১:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আদানির সাথে করা বাংলাদেশের একাধিক প্রকল্প অনিশ্চয়তার মুখে

আচমকা আর্থিক দুরবস্থায় পড়া আদানি গ্রুপের শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশি-বিদেশী বিনিয়োগকারীরা। সংস্থাটির ঋণপত্রে অনুমোদন বন্ধ করেছে সুইজারল্যান্ডের-ক্রেডিট সুইস। এতে অনিশ্চয়তার মুখে বিদ্যুৎ আমদানিসহ বাংলাদেশের সাথে করা আদানির একাধিক প্রকল্প।

আদানি গ্রুপের আর্থিক কেলেঙ্কারি নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে সব হিসাব পাল্টে যায়। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ তিন থেকে ১১-তে নামলেও বুধবার একধাপ এগিয়ে ১০-এ ওঠেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। এক সপ্তাহে সম্পদ কমে আট হাজার ছয়শ' কোটি ডলারের বেশি। টানা পাঁচদিনের পড়তির ধারায় বুধবার বিকাল সাড়ে তিনটা নাগাদ পুঁজিবাজারে আদানি গ্রুপের শেয়ারের দরপতন হয় প্রায় ৩০ শতাংশ।

এ অবস্থায় সুইজাল্যান্ড ভিত্তিক বিনিয়োগকারী ব্যাংকিং প্রতিষ্ঠান-ক্রেডিট সুইস আদানির ঋণপত্রে অনুমোদন বন্ধ করেছে। ব্লুমবার্গ জানিয়েছে, এর প্রভাব পড়েছে আদানির বন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আদানি গ্রিন এনার্জি, আদানি ইলেক্ট্রিসিটি মুম্বাই লিমিটেডের ওপর।

এদিকে, মঙ্গলবার মুর্শিদাবাদের কৃষকদের মামলায় অনিশ্চতার মুখে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ প্রকল্প। কলকাতা হাইকোর্টে শুনানি হবে ৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের ভোজ্যতেল খাত ও চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক জোন নির্মাণে আদানির বড় বিনিয়োগ আছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: