• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ১৬:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০৭:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে তুরস্কে প্রাণহানি তিন হাজার তিনশ' ছাড়িয়েছে। আর সিরিয়ায় এই সংখ্যা দেড় হাজারের বেশি। পাঁচ হাজারের বেশি ভবনের ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮ হাজারের বেশি মানুষকে। অভিযানে যোগ দিয়েছে কয়েকটি দেশের উদ্ধার কর্মীরাও।

সোমবার রাতভর চলে উদ্ধার অভিযান। ধসে পড়া ভবন থেকে উদ্ধার হয় হাজারো মানুষ। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি, সেই সাথে বৃষ্টি-তুষার আর ঠান্ডায় মানবিক বিপর্যয়ের মুখে পুরো তুরস্ক। 

 রাস্তায় আগুন জ্বালিয়ে অনেকেই পার করেছেন পুরো রাত। এরমধ্যেই আজ আবারও পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপেছে দুর্গত এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো তুরস্কের গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে।

মন্তব্য করুন: