• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

৪৮ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক দেউলিয়া

প্রকাশিত: ১২:১৬, ১১ মার্চ ২০২৩

আপডেট: ১২:২০, ১১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৪৮ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক দেউলিয়া

গুজবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে স্বীকৃত সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি) দেউলিয়া হয়ে গেছে।

এসভিপির কর্মকর্তারা জানান, শুক্রবার (১০ মার্চ) এসভিপির সবগুলো শাখায় মোট ৪ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ ছিল। কিন্তু গ্রাহকদের প্রায় সবাই টাকা তুলে নেওয়ার পর এখন অবশিষ্ট আছে মাত্র ৯৪ কোটি ৯০ লাখ ডলার। এ কারণে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

এর আগে বুধবারও অন্যান্য ব্যাংকের মতো এসভিপি বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করে। তবে এর ৪৮ ঘণ্টার মধ্যে একদম দেউলিয়া হয়ে যায় ব্যাংকটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বুধবার ব্যাংকটির নামে গুজন উঠে। বলা হয়, গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে এসভিপি। ঘাটতির পরিমাণ এতটাই যে, ব্যাংকের ব্যালান্স শিটের কিনারা করতেই প্রয়োজন অন্তত ২২৫ কোটি ডলার।

এমন গুজব ছড়িয়ে পড়ার পর গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত হাজার হাজার গ্রাহক নিজেদের ব্যাংক হিসাব খালি করে টাকা তুলে নেন।

সিলিকন ভ্যালি ব্যাংক যাত্রা শুরু করে ১৯৮৩ সালে।

আরও পড়ুন: 

বিভি/এইচএস/টিটি

মন্তব্য করুন: