• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিম্মি মুক্ত হলেও হবে না যুদ্ধবিরতি: নেতানিয়াহু  

প্রকাশিত: ১১:১৩, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
জিম্মি মুক্ত হলেও হবে না যুদ্ধবিরতি: নেতানিয়াহু  

ছবি: সংগৃহীত

গাজায় হামাসের হাতে ১৯ মাস বন্দি থাকার পর শেষ ইসরাইলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরিবারের কাছে ফিরেছেন এডান। তবে এডানকে মুক্তি দেওয়া হলেও যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৩ মে) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

সোমবার (১২ মে) ইসরাইল গাজায় তাদের সামরিক অভিযান কয়েক ঘন্টার জন্য স্থগিত রাখে যাতে এডান ইসরাইলে সহজে ফিরতে পারেন। এরপর আবার ইসরাইলের হামলা শুরু হয়। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ‘মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই মুক্তি দেয়া হয়েছে।’

৭ অক্টোবর ২০২৩ তারিখে যখন হামাস এডানকে ধরে নিয়ে যায় তখন ২১ বছর বয়সী এডান গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আলেকজান্ডারকে হামাসের হাতে বন্দি থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে মনে করা হচ্ছে যিনি এখনও জীবিত।

ট্রাম্প আলেকজান্ডারের মুক্তির জন্য তার পরিবারকে ‘অভিনন্দন’ জানিয়েছেন।

এক বিবৃতিতে, তার পরিবার মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলি সরকার এবং আলোচকদের অবশিষ্ট ৫৮ জন জিম্মিকে মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরাইলের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক চাপের কারণে আলেকজান্ডারের মুক্তি সম্ভব হয়েছে। নেতানিয়াহু বলেছেন কোনো যুদ্ধবিরতি হবে না এবং গাজায় সামরিক অভিযান তীব্রতর করার পরিকল্পনা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ‘ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।’ 

বিভি/এসজি

মন্তব্য করুন: