• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রর নতুন নিষেধাজ্ঞা 

প্রকাশিত: ১০:৪৫, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রর নতুন নিষেধাজ্ঞা 

আলোচিত পরমাণু প্রকল্প ঘিরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের সামরিক বাহিনীর একটি গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তা।

সোমবার (১২ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় এই নিষেধাজ্ঞা। তিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম-পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার কোপে পড়া ওই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। 

যুক্তরাষ্ট্রে ওই তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করেছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা বৈঠকের পরই এই নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র।

বিভি/এসজি

মন্তব্য করুন: