• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বাখমুতের পতন: জেলেনস্কির স্বীকার, পুতিনের অভিনন্দন

প্রকাশিত: ১৪:২৬, ২১ মে ২০২৩

আপডেট: ১৪:২৬, ২১ মে ২০২৩

ফন্ট সাইজ
বাখমুতের পতন: জেলেনস্কির স্বীকার, পুতিনের অভিনন্দন

ছবি: ভলোদিমির জেলেনস্কি (বায়ে) ও ভ্লাদিমির পুতিন (ডানে)

রুশ বাহিনীর হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরের পতন হয়েছে বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (২১ মে) তাকে জাপানের জি-৭ সম্মেলনে প্রশ্ন করা হয় ইউক্রেনের সেনাদের হাতে কি বাখমুতের নিয়ন্ত্রণ আছে? উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি নেই।’

জেলেনস্কি জানিয়েছেন রুশ বাহিনী বাখমুতকে পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তিনি বলেছেন, ‘তারা সব ধ্বংস করে দিয়েছে। আপনাকে বুঝতে হবে। আজ থেকে বাখমুত আমাদের অন্তরে থাকবে। সেখানে কিছুই নেই।’

অপরদিকে, বাখমুত পুরোপুরি দখলে নেওয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারা দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। 

এর আগে শনিবার (২০ মে) রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন জানান, তারা সেনারা দোনেৎস্কের বাখমুত শহর পুরোপুরি দখল করেছে— যদিও ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এটি অস্বীকার করা হয়।

পশ্চিমা যুদ্ধ বিশ্লেষকরা বলেছেন, চলমান যুদ্ধে বাখমুতের কৌশলগত কোনো মূল্য নেই। তবুও রাশিয়ার সেনারা এ শহরে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। কারণ তারা একটি ‘প্রতীকী’ জয় চেয়েছিলো। যা এই বাখমুতের মাধ্যমেই অর্জন করেছে করেছে রুশ বাহিনী। সূত্র: বিসিসি, সিএনএন

বিভি/এমআর

মন্তব্য করুন: