• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টাইটানে মৃতদের দেহাবশেষ পাওয়ার দাবি মার্কিন কোস্টগার্ডের

প্রকাশিত: ১৪:০৪, ২৯ জুন ২০২৩

আপডেট: ১৬:৩৯, ২৯ জুন ২০২৩

ফন্ট সাইজ
টাইটানে মৃতদের দেহাবশেষ পাওয়ার দাবি মার্কিন কোস্টগার্ডের

বুধবার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড আটলান্টিক মহাসাগরের নিচে বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের ভেতর মানুষের দেহাবশেষের সন্ধান মিলেছে বলে জানিয়েছে।  ডুবোযান টাইটান গত ১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেস দেখতে পাঁচজন যাত্রী নিয়ে আটলান্টিকের তলদেশে যাত্রা করে। 

যাত্রার পর ওপরের সহযোগী জাহাজ ‘পোলার প্রিন্স’ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আরোহীদের বাঁচাতে  যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ উদ্ধার অভিযান শুরু করে। পাঁচ দিনের মাথায় ১৬ হাজার ফুট গভীরে টাইটানিকের অগ্রভাগের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের মেডিক্যাল বিশেষজ্ঞরা বিচার-বিশ্লেষণ করবেন।’

ওই দিন টাইটানের ভেতর চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাশ, পাইলট পল-হেনরি নারগোলেট, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং। ধারণা করা হচ্ছে, ডুবোযানটিতে বিস্ফোরণ হওয়ার পরপরই এর ভেতরের যাত্রীদের মৃত্যু হয়।

এর আগে গতকাল বুধবার দিনের শুরুতে সমুদ্রের নিচ থেকে তুলে আনা টাইটানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ কানাডায় নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান। টাইটানের এসব ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। সেখানে ডুবেযানটি নিয়ে আরো বিচার-বিশ্লেষণ করা হবে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2